Coffee Desserts

Products You May Like

কখনো এক্সপেরিমেন্ট আবার কখনো ফিউশন – ডেজার্ট নিয়ে এভাবেই খুব অল্প বয়স থেকেই মেতে উঠেছেন ডিপ্লোমা মিষ্টি লড়াই – সিজন ৬ এর অন্যতম প্রতিযোগী মুমতাহিনা জেফরিন অনতি। আর এরই ধারাবাহিকতায় তিনি এক সময় হয়ে উঠেন একজন ডেজার্ট এক্সপার্ট যা পরিপূর্ণতা লাভ করে ডিপ্লোমা মিষ্টি লড়াই এর মঞ্চে। তথাকথিত রেসিপির বাইরেও ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে তিনি প্রস্তুত করে থাকেন নানান ফিউশন ডেজার্ট! এমনই সুস্বাদু এক ডেজার্ট ‘সেমোলিনা কফিকিস’ আর এবার সেই এক্সক্লুসিভ রেসিপিটিই মুমতাহিনা জেফরিন অনতি নিয়ে এসেছেন আপনাদের সবার জন্য! তাই দেখে নিন এখনই!

Products You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =